ভারতীয় ভ্রমণ ভিসার জন্য নতুন নিয়ম : লাগছে না আর ই-টোকেন

ভারতীয় ভ্রমণ ভিসা আবেদনকারীদের সাক্ষাতের তারিখ সোমবার (৩০ মে) থেকে আবেদনকারীদের মোবাইলে এসএমএস করে জানানো হবে। সাথে পাঠানো হবে একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ডও। ঢাকাস্থ ভারতীয় দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভ্রমণ ভিসা আবেদনকারীদের অবশ্যই এই এসএমএস দেখিয়ে আইভিএসি কেন্দ্রে ঢুকতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে। এ ছাড়া আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্র পূরণের সময় নিজের সঠিক মোবাইল নম্বর দিতে হবে এবং অনলাইন সাক্ষাতের জন্য আবেদন করতে হবে।

তবে আগামী ৫ জুন পর্যন্ত যেসব ট্যুরিস্ট ভিসা আবেদনকারী সাক্ষাতের তারিখ এরই মধ্যে পেয়েছেন, তাঁদের জন্য এই ঘোষণা প্রযোজ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



মন্তব্য চালু নেই