সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে প্রবাসী বাংলাদেশিরা ১০৮ কোটি ৭৬ লাখ ডলার দেশে পাঠিয়েছেন; আগের মাস সেপ্টেম্বরে তারা পাঠিয়েছিলেন ১৩৪ কোটি ৯০ লাখ ডলার।
আর চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স হিসেবে বাংলাদেশে এসেছে ৫০২ কোটি ১২ লাখ ডলার। এই অংক গত অর্থবছরের একই সময়ের চেয়ে শূন্য দশমিক ১৫ শতাংশ কম।
২০১৪-১৫ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা ৫০২ কোটি ৮৯ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন।
মন্তব্য চালু নেই