ভাইবার, হোয়াটস অ্যাপ চালু

‘ভাইবার’, ‘ট্যাংগো’, ‘হোয়াটস অ্যাপ’সহ সামাজিক যোগাযোগের পাঁচটি ভয়েস ও মেসেজিং সেবা খুলে দিয়েছে সরকার। বুধবার রাত ১২টার পর থেকে এ সেবা ব্যবহার করা যাচ্ছে।

যদিও গত ১৭ জানুয়ারি ভাইবার ও ট্যাংগো এবং ১৯ জানুয়ারি হোয়াটস অ্যাপ, মাইপিপল ও লাইন বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সরকারের কাছ থেকে নতুন কোনো নির্দেশনা না আসায় নির্ধারিত সময় পার হওয়ায় ইন্টারনেটে এ যোগাযোগের মাধ্যমগুলো পুনরায় চালু করা হয়েছে বলে জানান বিটিআরসির এক কর্মকর্তা। গত ২১ জানুয়ারি ছিল এর শেষে সময়।

এর আগে নাশকতা ঠেকাতে ইন্টারনেটে ফ্রি কল, চ্যাট ও কনটেন্ট আদান প্রদানের জনপ্রিয় অ্যাপস ‘ভাইবার’ ও ‘ট্যাংগো’ প্রথম দফায় বন্ধ করে দেয়া হয়। এর পরদিনই সোমবার ‘হোয়াটস অ্যাপ’, ‘মাইপিপল’ ও ‘লাইন’ নামের আরও তিনটি ভয়েস এবং মেসেজিং সেবা বন্ধ করে দেয় সরকার।



মন্তব্য চালু নেই