ভরণপোষণ চেয়ে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

ভরণপোষণের দায়িত্ব না নেয়ায় ছেলের বিরুদ্ধে মামলা করেছেন মা। মামলায় আমলে নিয়ে ছেলেকে আগামী ২৩ মে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ফরিদপুরের চার নম্বর আমলি আদালতের বিচারক মো. সুমন হোসেন এ আদেশ দেন।

বাদীর আইনজীবী মানিক মজুমদার জানান, ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের বৃদ্ধ দম্পতি জহুরা বেগম ও পাঁচু সরদারের দুই ছেলে।

দুজনের মধ্যে বড় ছেলে মুরাদ সরদার আগেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। তাই বৃদ্ধ মা-বাবার ভরণপোষণের দায়িত্ব বর্তায় ছোট ছেলে সেলিম সরদারের (৩৫) ওপর।

তবে ছোট ছেলে তার মা-বাবার ভরণপোষণের দায়িত্ব নিতে বসতবাড়ির ৯ শতাংশ জায়গা তার নামে লিখে দেয়ার দাবি জানান। দাবির মুখে ছোট ছেলেকে ২০১১ সালে বসতবাড়ির ৯ শতাংশ জায়গা দলিলমূলে দান করেন বৃদ্ধ মা-বাবা।

তবে চলতি বছরের ১৪ জানুয়ারি সেলিম তার মা জহুরা বেগম ও বাবা পাঁচু সরদারকে জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

পরে শনিবার গ্রামের লোকজনদের উপস্থিতিতে মা জহুরা বেগম তার ছোট ছেলের কাছে ভরণপোষণ বাবদ প্রতিদিন ১০০ টাকা দাবি করেন।

তবে এ প্রস্তাবে সেলিম রাজি না হওয়ায় সোমবার ফরিদপুরের চার নম্বর আমলি আদালতে মামলা করেন জহুরা বেগম।

মামলায় বাদীকে আইনি সহায়তা দেয় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর ফরিদপুর কার্যালয়।



মন্তব্য চালু নেই