ব্লাড ক্যান্সার ঠেকাবে সূর্যের আলো!

সূর্যরশ্মি ব্লাড ক্যান্সার ঠেকাতে সাহায্য করে। এমনটাই দাবি করেছেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির সান দিয়েগো স্কুল অব মেডিসিনের অধ্যাপক সেড্রিক গারল্যান্ড। ১৭২টি দেশে ক্যান্সারের প্রকোপ বাড়ার খতিয়ান থেকে গবেষকরা দেখেছেন, পাহাড়ি এলাকা, বেশি উচ্চতায় বসবাসকারী মানুষদের মধ্যে লিউকেমিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি।

গারল্যান্ড জানান, গবেষণায় দেখা গেছে উচ্চতর জায়গার বাসিন্দাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ। সমীক্ষা বলছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্রে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণত সবচেয়ে বেশি। অন্যদিকে, বলিভিয়া, সামোয়া, মাদাগাস্কার ও নাইজিরিয়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা সবচেয়ে কম দেখা যায়। গারল্যান্ড জানান, ‘ভিটামিন ডি’র অভাবে ব্লাড ক্যান্সার বা লিউকোমিয়ার অন্যতম কারণ।

বিষুবরেখা থেকে দূরত্ব যত বাড়ে, সরাসরি সূর্যরশ্মির প্রভাব তত কমে যায়। আল্ট্রাভায়োলেট বি (ইউভিবি) রশ্মির অভাবে রক্তে ভিটামিন ডি মেটাবলিজমের মাত্রা কমে। ফলে লিউকোমিয়ার ঝুঁকি বাড়ে।’ এই গবেষণার ফল পিএলওএস ওয়ান অনলাইন জার্নালে প্রকাশিত হয়েছে।



মন্তব্য চালু নেই