ব্লাড ক্যান্সারে আক্রান্ত সোহাগকে বাঁচাতে এগিয়ে আসুন

যে সময় বাচ্চা শিশুরা হাসবে খেলবে। অন্য শিশুদের মত স্বাভাবিক জীবন যাপন করবে। পৃথিবীর মুক্ত আলোয় বুদ্ধি বিকশিত হবে। আর সে সময়ে মরণ ব্যাধি ব্লাড ক্যান্সার বাসা বেধেছে সোহাগ (৩) এর শরীরে। ঘাটাইল উপজেলার নজুনবাগ গ্রামে মৎস্য ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে সোহাগ তার বাবার বসতবাড়ী নেই। অন্যের বাড়িতে কোনভাবে জীবন যাপন করে। প্রতিমাসে তার শরীরে রক্ত বদলাতে হয়। এই ব্যয়বহুল চিকিৎসা শিশুটির দরিদ্র বাবার একার পক্ষে সম্ভব নয়। এ যাবত কালে তার চিকিৎসার জন্য ৯ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। সহায় সম্বলহীন বাবার একার পক্ষে টাকা যোগাড় করা সম্ভব নয়। বর্তমানে ঢাকা শ্যামলী শিশু হাসপাতালের ক্যান্সর বিশেষজ্ঞ ডাঃ আঃ ওয়াহাব ও ডাঃ মাজেদা বলেন, সোহাগ আমাদের তত্ত্বাবধানে চিকিৎসা করানো হচ্ছে । আরো ২০ মাস শিশুটির শরীরের রক্ত বদলাতে হবে। আবস্থায় প্রতি মাসে ২০ হাজার করে টাকা খরচ হয়। তাইতো সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের প্রতি শিশুটির মা-বাবার আকুল আবেদন তাদের একটু সহযোগিতায় শিশুটি ফিরে পেতে পারে নতুন জীবন, সেও অন্যে শিশুর মত ফিরে আসতে পারে স্বাভাবিক জীবনে। সাহায্য পাঠানোর ঠিকানা মোছাঃ আম্বিয়া সঞ্চয়ী হিসাব নং-২৭৬৪ রুপালী ব্যাংক, ঘাটাইল শাখা টাংগাইল। মোবা: ০১৭১৫৬৬১৭৮২



মন্তব্য চালু নেই