ব্লগার হত্যাকাণ্ড গণতন্ত্রের ওপর আঘাত: ইইউ

প্রায় এক মাসের ব্যবধানে দুই ব্লগার অভিজিৎ রায় ও ওয়াশিকুর রহমান বাবুর হত্যাকাণ্ডকে বাংলাদেশে মুক্তভাবে কথা বলা ও গণতন্ত্রের ওপর আঘাত বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধানের মুখপাত্র বুধবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধানের মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, সর্বজনীন মানবাধিকার ঘোষণা এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তিতে মতপ্রকাশের স্বাধীনতাকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। বাংলাদেশ ওই দুই ঘোষণা বা অঙ্গিকারপত্রে স্বাক্ষরকারী দেশ।

ইইউ মতপ্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতার প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। একটি গণতান্ত্রিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হলো সংলাপ ও সহনশীলতা।

বিবৃতিতে বলা হয়, সরকার, রাজনৈতিক দল ও সুশীল সমাজের উচিৎ বাংলাদেশের সহিংস চরমপন্থিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। আর ব্লগার হত্যাকারীদের অবশ্যই দ্রুত ন্যায়বিচারের আওতায় আনতে হবে।



মন্তব্য চালু নেই