ব্লগার রাজিব হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত রানা গ্রেফতার

ব্লগার রাজিব হায়দার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি রেজায়ানুল আজাদ রানাকে এক সহযোগীসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের ( ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। রানা নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুরে উত্তরা এলাকা থেকে কাউন্টার টেরোরিজমের একটি টিম তাদেরকে গ্রেফতার করেছে।

২০১৩ সালে পল্লবী থানা এলাকার ব্লগার রাজিব হায়দারকে হত্যা করে জঙ্গিরা। এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল রেজায়ানুল আজাদ রানা। এ মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে।

এ মামলায় ফয়সাল বিন নাঈম দীপেরও ফাঁসির রায় দেয় আদালত।

এছাড়া একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে সাজার আদেশ হয়েছে।



মন্তব্য চালু নেই