ব্লগার নিলয় হত্যা মামলার তদন্ত ডিবিতে

ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

ঘটনার পর থেকে মতিঝিল থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ছায়া তদন্ত করছিল। সোমবার থেকে মামলাটির তদন্তের দায়িত্ব ডিবিকে হস্তান্তর করেছেন ডিএমপি কমিশনার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশার এস এম জাহাঙ্গীর আলম সরকার সোমবার বেলা সাড়ে ১২টায় বলেন, ‘ডিএমপি কমিশনার খিলগাঁও থানায় দায়ের করা ব্লগার নিলয় হত্যার মামলাটি ডিবির কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। ডিবি পুলিশ এতদিন ছায়া তদন্ত করছিল। এখন থেকে মামলাটি তারাই তদন্ত করবে।

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ৮ আগস্ট দুপুর ১টার দিকে ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাসাভাড়া নেওয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় ঢুকে তার স্ত্রী আশা মনিকে অস্ত্রের মুখে জিম্মি করে এই ব্লগারকে হত্যা করে।

এ ঘটনায় ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিলয়ের স্ত্রী অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



মন্তব্য চালু নেই