ব্রিসবেনের আকাশ বলছে খেলা হবে না

আবহাওয়া অধিদপ্তরের খবর অনুযায়ী ব্রিসবেনের সর্বশেষ অবস্থা কোনভাবেই সন্তোষজনক না।
বলা যায় কালকের ম্যাচটি পন্ড হওয়ার সম্ভাবনা প্রবল।। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আগামীকাল ব্রিসবেনে প্রায় ৪০-৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় ৯০%। আর এরকম বৃষ্টিপাত হলে কোনভাবেই খেলা হওয়া সম্ভব হবে না। আর খেলা হলেও যে বেশিরভাগ ওভার কাটা পড়বে তা একপ্রকার নিশ্চিত।
চলুন দেখে নেওয়া যাক,আবহাওয়া অধিদপ্তরের খবর অনুযায়ী আগামীকাল বিভিন্ন সময়ে ব্রিসবেনের আবহাওয়ার অবস্থা

০৩.০০ – বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৮৭%,
ঘন্টায় বৃষ্টি হতে পারে প্রায় .৯০ মিলিমিটার পর্যন্ত।
০৬.০০ – বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় ৯০%,
ঘন্টায় বৃষ্টি হতে পারে প্রায় ১.৫ মিলিমিটার পর্যন্ত।

০৯.০০- প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঘন্টায় প্রায় ৫.৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
১২.০০ – প্রচুর বৃষ্টি হতে পারে,সম্ভাবনা প্রায় ৯০%,
বৃষ্টিপাত হতে পারে ঘন্টায় ৭.৭ মিলিমিটার পর্যন্ত।
১৫.০০ – এসময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় ৯০%, বৃষ্টিপাত হতে পারে ঘন্টায় প্রায় ২.২ মিলিমিটার পর্যন্ত।

১৮.০০- আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী এসময় বৃষ্টিপাত কিছুটা কমে আসবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় ৪৮%। বৃষ্টি হলেও সর্বোচ্চ ঘন্টায় প্রায় ১.৮ মিলিমিটার পর্যন্ত হতে পারে।
২১.০০ – মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি।
আগামীকাল সারাদিন মোটামোটিভাবে ব্রিসবেনের আবহাওয়া আর্দ্র থাকবে,৮৫%-৯৫% এর মধ্যে থাকবে। আর বায়ুপ্রবাহ ঘন্টায় ১২- ২০ কিলোমিটারের আশেপাশে থাকতে পারে ।



মন্তব্য চালু নেই