ব্রিটেনের প্রথম নারী মেয়র বাংলাদেশের নাদিয়া

বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া শাহ ব্রিটেনের ক্যামডেনের মেয়র নির্বাচিত হয়েছেন। বুধবার ক্যামডেন কাউন্সিলে লেবার কাউন্সিলর নাদিয়া শাহকে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়।

ক্যামডেন কাউন্সিলের মেয়র নাদিয়া শাহ ব্রিটেনের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম নারী মেয়র। শপথ নেওয়ার পর এক সাক্ষাৎকারে নাদিয়া বলেন, ব্রিটেন এবং বাংলাদেশে নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রাখবে।

নাদিয়ার জন্ম এবং বেড়ে ওঠা ক্যামডেনে। এক বছর আগে রিজেন্ট পার্ক ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

বাঙালি এই মুসলিম নারী মেয়রের পৈত্রিক নিবাস বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়ায়। নাদিয়ার স্বামী জলিল শাহ ক্যামডেন কাউন্সিলের ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন।

গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষের পর ব্রিটেনের ন্যাট ওয়েস্ট ব্যাংকে কাজ শুরু করেছিলেন নাদিয়া। এছাড়া ব্রিটেনের সরকারি একাধিক অফিসেও কাজ করেন তিনি।



মন্তব্য চালু নেই