ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে চাকরির সুযোগ

বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (ব্যাট) টেরিটোরি অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

যোগ্যতা

স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা বিজনেস স্কুল থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বাংলা ও ইংরেজি যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতাসম্পন্ন প্রার্থীদের আবেদনের আহ্বান জানিয়েছে ব্যাট।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ওয়েবসাইটের (https://krb-xjobs.brassring.com/tgwebhost/jobdetails.aspx?jobId=144790&partnerid=30015&siteid=5134&Codes=Linkedin) মাধ্যমে পদটিতে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২৪ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।



মন্তব্য চালু নেই