ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে স্কুলছাত্র নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত ও ৫ জন আহত হয়েছেন।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
শনিবার রাতে তার মৃত্যু হয়। নিহত মোশারফ নবম শ্রেণীর ছাত্র ও ষোলঘর গ্রামের হোসেন মিয়ার ছেলে।
জানা যায়, শনিবার বিকালে উপজেলার ষোলঘর গ্রামের পূর্বপাড়া ও পশ্চিম পাড়ার সঙ্গে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার একপর্যায়ে পূর্বপাড়ার লোকজনের সঙ্গে পশ্চিম পাড়ার লোকজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় রাতে পশ্চিম পাড়ার লোকজন পূর্বপাড়ায় হামলা চালায়। এতে পূর্বপাড়ার ৬ জন আহত হন। এসময় পূর্বপাড়ার নবম শ্রেণীর ছাত্র আশরাফুলকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাম্মাদ আহমেদ জানান, এলাকায় পরবর্তী নাশকতা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো কোনো মামলা পাওয়া যায়নি।
মন্তব্য চালু নেই