ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে হাইকোর্টে তলব

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বুধবার বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চ রুল জারি করেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার মনোনয়নপত্রের মূল কপি তলবের জন্য গত ৩০ জানুয়ারি আবেদন করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাইয়ার কবির। আদালত ওইদিনই মনোনয়নপত্রের মূল কপি উপস্থাপনের জন্য আদেশ দেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা দেননি রিটানিং কর্মকর্তা ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
বুধবার আদালত এক শুনানি শেষে তার বিরুদ্ধে রুল জারি করেন। এদিন রিটকারীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বাকির উদ্দিন ভুইয়া।



মন্তব্য চালু নেই