ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আমদানি-রপ্তানি বন্ধ
ভারতের আগরতলায় দুই ভারতীয় নিহত হওয়ার ঘটনায় বোরবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য।
এদিকে ভারতীয় নিহত হওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের আখাউড়া সীমান্তে শনিবার সকাল থেকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া সীমান্তবর্তী আগরতলা পশ্চিম থানার দক্ষিণ রামগনগর কবরখলা এলাকায় বিদ্যুৎ না থাকায় কয়েক যুবক বসে সময় কাটাচ্ছিলেন। এসময় সীমান্তে টহলরত কয়েজন বিএসএফ জওয়ান তাদের বসে থাকার কারণ জিজ্ঞাসা করে।
এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএসএফ অতর্কিতভাবে তাদের ওপর হামলা করে। পরে খবর পেয়ে গ্রামবাসীও বিএসএফ জওয়ানদের ওপর পাল্টা হামলা করে। এক পর্যায়ে বিএসএফ গুলি ছুঁড়লে ইসমাইল মিয়া (৭৫) নামের এক ব্যক্তি মারা যান।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রামনগর গ্রামের লোকজন এসে বিএসএফের ওপর হামলা চালায়। এতে বিএসএফ সদস্য সন্দীপ কুমার নিহত হন।
আখাউড়া বন্দরের পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, ইসমাইল মিয়া ভারতের চেকপোষ্টের শ্রমিক। তিনি নিহত হওয়ায় বাংলাদেশ থেকে কোনো গাড়ি শ্রমিকরা ভারতে ঢুকতে দিচ্ছেনা। যেসব গাড়ি আগে ঢুকেছে শুধুমাত্র তাদের মামলামাল আনলোড করা হচ্ছে। এতে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হবে ব্যবসায়ীদের।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন খান বলেন, ‘এটা ভারতের অভ্যন্তরীণ ঘটনা। তারপরও বিজিবি সদস্যদের সতর্কাবস্থায় রাখা হয়েছে। তবে সীমান্ত পরিস্থিতি এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে।’
মন্তব্য চালু নেই