ব্রাজিলের বিশ্বকাপে খেলা হবে কঠিন: রোনালদো

বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে ৭–১ ব্যবধানে লজ্জ্বাজনক হার। কোপা আমেরিকাতেও প্যারাগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়। এসব দেখেই ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো মনে করছেন, রাশিয়া বিশ্বকাপের ‍মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা রীতিমতো কঠিন হতে চলেছে তার দেশের পক্ষে।

রোনালদো জানান, সেলেসাওদের বর্তমান দল শেষ কয়েক বছরের মধ্যে সবচেয়ে দুর্বল এবং জঘন্য। একটি বেসরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে রোনালদো এদিন বলেন, ‘বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করছি, ব্রাজিলের দল মোটেই সমর্থকদের কাছে আশানুরূপ নয়। চিলির কাছে হারেও আমি অবাক হইনি। আমার মনে হয়, এই দলের পক্ষে রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা বেশ কঠিন। এমন নয় যে আমাদের প্রতিপক্ষরা শক্তিশালী, কিন্তু ব্রাজিলই বরং প্রতিপক্ষদের কাছে নিকৃষ্ট।’

তবে রোনালদোর এই মন্তব্যের পর অবশ্য কোচ কার্লোস দুঙ্গা জয় দিয়েই এ কথার জবাব দিয়েছেন। বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছে ব্রজিল।



মন্তব্য চালু নেই