ব্যাংকে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই

ঝিনাইদহ শহরে পূবালী ব্যাংকের সিঁড়িতে ফারুক হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে ১০ লাখ ৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পায়রা চত্বরে পূবালী ব্যাংকের সিঁড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে ৪ লাখ টাকার একটি চেক ছিনিয়ে নেওয়া হয়। ফারুক শহরের রেজাউল ইসলাম ফিলিং স্টেশনের ম্যানেজার ও হামদহ এলাকার শহিদুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সকালে ফারুক টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য সিড়ি দিয়ে উঠছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত পেছন থেকে গুলি করে। গুলি লেগে ফারুক পড়ে গেলে তার কাছে থাকা টাকা নিয়ে দুর্বৃত্তরা চলে যায়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালে ডাক্তার জাহিদুর রহমান জানান, ফারুকের মাথার সাইডে গুলি লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।



মন্তব্য চালু নেই