ব্যাংকের সব ফরম বাংলায় করার নির্দেশ

দেশে কার্যরত সব ব্যাংককে গ্রাহক সংশ্লিষ্ট সব ধরনের ফরম এখন থেকে ইংরেজির পাশাপাশি বাংলায়ও মুদ্রণ করতে হবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাণিজ্যিক ব্যাংকগুলোতে হিসাব খোলাসহ গ্রাহক সংশ্লিষ্ট সকল ফরম ও গাইডলাইন ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায়ও মুদ্রণের ব্যবস্থা নিতে হবে। ৩১ জুলাই এর মধ্যে এ নির্দেশ পালন করতে হবে।

প্রসঙ্গত, গত ১৭ই ফেব্রুয়ারি এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের সব সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট এবং সব সরকারি দফতরের নামফলক বাংলায় করার নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে রেডিও-টেলিভিশন এবং বাংলা সংবাদপত্রে ইংরেজি ভাষার বিজ্ঞাপন বন্ধ এবং বাংলা-ইংরেজির মিশ্র ব্যবহার বন্ধের নির্দেশ দেয়া হয়। ২৯ এপ্রিল হাইকোর্টের একই বেঞ্চ ১৫ মের মধ্যে সর্বত্র বাংলা ভাষা প্রচলনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুনরায় আদেশ দেয়।



মন্তব্য চালু নেই