ব্যাংকের কাগজপত্র পুড়ে গেছে
বাংলাদেশ ব্যাংক ভবনের ১৩ তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগে আগুনে গুরুত্বপূর্ণ কোনো ফাইল পুড়েনি। তবে সাধারণ কিছু কাগজপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার রাতে তিনি বলেন, ‘আগুন লাগার পর অ্যালার্ম বেজে উঠলে নিরাপত্তারক্ষীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। জিএমের কক্ষে গুরুত্বপূর্ণ কোনো ফাইল ছিল না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই ব্যাংক কর্মকর্তা বলেন, ‘অর্থমন্ত্রীর এখানে আসা স্বাভাবিক ঘটনা। কারণ তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। কেন্দ্রীয় ব্যাংকে কিছু ঘটলে তিনি আসবেন এটাই স্বাভাবিক। একই সঙ্গে আগুনের কারণে ব্যাংকের কর্মকাণ্ডে তেমন কোনো প্রভাব ফেলবে না।’
অবশ্য এর আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেছেন, ‘বেশ কিছু কম্পিউটার সামগ্রী পুড়ে গেছে। যেগুলো দিয়ে ব্যাংকের দৈনন্দিন কাজ হতো।’
বৃহস্পতিবার রাতে লাগা আগুন প্রায় আধঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।
মন্তব্য চালু নেই