ব্যস্ততার মাঝেও ঘর থাকবে পরিপাটি

যুগের সঙ্গে মানুষের ধ্যান ধারনাও বদলেছে। আগের দিনের মতো নারীরা আজ শুধু অন্দরমহলের সৌন্দর্য বাড়াতে নিয়োজিত নয়। ঘরের বাইরে তাদেরও কাজ করতে হয় পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ রেখে। কিন্তু আগের দিনের মতো পুরুষের নিয়ম বদলায়নি। তাই ব্যস্ততার মাঝে ঘরের সৌন্দর্য ধরে রাখতে এখনো নারীকেই বেশি খেয়াল রাখতে হয়। নারীর এই ব্যস্ত জীবনে ঘরোয়া পরিপাটি বজায় রাখতে দেয়া হল প্রয়োজনীয় কিছু টিপস।

– অনেকদিন বন্ধ থাকা বা অব্যবহৃত ঘর খুললে একটা ভ্যাপসা গন্ধ বের হয়। এই দুঃসহ গন্ধ থেকে রক্ষা পেতে দুই বা তিনটা দেশলাই কাঠি জ্বালালে অল্প সময়ে মধ্যেই ঘর থেকে গন্ধ চলে যাবে।

– পোড়ামাটির জিনিসপত্র পরিষ্কার রাখতে হলে ওগুলোর ওপর ন্যাচারাল রঙের নেলপালিশ লাগিয়ে দিন। রঙ অক্ষত থাকবে আর নোংরাও দেখাবে না।

– চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে এক ফোঁটা ভিনিগার দিয়ে কাচ পালিশ করুন। ঘোলাটে ভাব দূর হয়ে যাবে।

– কাঠের আসবাবপত্র চা-পাতা ফোটানো ঠাণ্ডা পানি দিয়ে পালিশ করুন। ঝকঝকে হয়ে উঠবে।

– ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন। দাগ উঠে যাবে নিমিষেয়।

– জানালা, দরজার কাচ ঝকঝকে করে তুলতে মিহি চক গুঁড়োর সঙ্গে পানি আর স্পিরিট অথবা কেরোসিন মিশিয়ে কিছুক্ষণ কাচের ওপর মেখে রাখুন। শুকিয়ে গেলে খবরের কাগজ দিয়ে মুছে নিন।

– ডিটারজেন্টের সঙ্গে একটা লেবুর রস ও এক চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস ঘষে দেখুন। একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে।

– হাতব্যাগের ধাতব অংশগুলিতে ন্যাচারাল কালারের নেলপালিশের এক প্রস্থ প্রলেপ দিয়ে রাখুন। সহজে বিবর্ণ হবে না।



মন্তব্য চালু নেই