ব্যর্থতার জন্য পিসিবিকেই দুষছেন ইউসুফ

দল ঘোষণার পর থেকেই একটা কানাঘুষা চলছিল! ২০১৩ সালের জানুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলা আজহার আলিকে অধিনায়কত্ব দেওয়া কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়ে সিরিজ হারের পর আরও বেশি প্রশ্ন উঠছে!

যদিও দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ অধিনায়ককে নিয়ে কোনও সমস্যা দেখছেন না। বরং, সমালোচনার তির ছুড়লেন বোর্ডের কর্তাব্যক্তিদের দিকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করে বলেন, ‘আমি অধিনায়ককে কোনও দোষ দিতে চাই না, বাকি খেলোয়াড়দেরও কোনও দায় নেই। বরং, যারা গত কয়েক মাস ধরে বোর্ডের ক্ষমতায় আছে তাদের কিছু ভুল সিদ্ধান্তই পাকিস্তানকে এই পর্যায়ে টেনে এনেছে।’

এই ব্যাপারে তিনি আরও বলেন, ‘আমি দোষ দিতে চাই বোর্ডের সকল কর্মকর্তাকে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সকল কোচ এই বিপর্যয়ের জন্য দায়ী। নতুন খেলোয়াড়দের উন্নতির জন্য তারা কিছুই করেননি।’

এখানেই থামেননি ইউসুফ, কোচ ওয়াকার ইউনিসের সমালোচনা করে তিনি বলেন, ‘টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে ওয়াকার ইউনিসের কথা আলাদা করে বলা উচিৎ।
আজকে পাকিস্তান যে বিপদের সম্মুখীন হয়েছে তার জন্য অবশ্যই ওয়াকার ইউনিস দায়ী। তাঁর আচরণে বড় সমস্যা আছে। দলের কারও যদি শৃঙ্খলাজনিত সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই তাকে বলতে হবে। কিন্তু, একই সঙ্গে টিম ম্যানেজমেন্টের দায়িত্ব হল দলের সেরা খেলোয়াড়দের জাতীয় দলের হয়ে খেলতে উৎসাহিত করা।’



মন্তব্য চালু নেই