ব্যবধান কমে বাংলাদেশের আরও কাছে ওয়েস্ট ইন্ডিজ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। র‍্যাংকিংয়ে এক ধাপ নিচে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে বাংলাদেশের চেয়ে ১০ পয়েন্ট পেছনে ছিল ক্যারিবিয়রা।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অজিদের কাছে হারলেও টুর্নামেন্ট থেকে ক্যারিবিয়রা পেয়েছে ৬ রেটিং পয়েন্ট। ফলে, বাংলাদেশের সঙ্গে পয়েন্টের ব্যবধান অনেকটাই কমিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাতে থাকা বাংলাদেশের চেয়ে এখন মাত্র ৪ পয়েন্ট পেছনে ক্যারিবিয়ানরা।

৯৮ পয়েন্ট নিয়ে সাতে বাংলাদেশ। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৯৪। এছাড়া ৮৭ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের নয়ে অবস্থান করছে পাকিস্তান। টুর্নামেন্টের শিরোপা জয়ী অস্ট্রেলিয়া শীর্ষে আছে বহাল তবিয়তেই। বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট ১২৩। ১১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ড।

তবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে ব্যর্থ হয়ে তিন থেকে চারে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। ভারত উঠে এসেছে তিনে। ইংল্যান্ড-শ্রীলঙ্কার চলতি ওয়ানডে সিরিজের তিন ম্যাচ শেষে সিরিজে এগিয়ে থাকা ইংল্যান্ড উঠে এসেছে পাঁচে, ছয়ে নেমে গেছে শ্রীলঙ্কা।

আগামী বছরের ৩০ সেপ্টেম্বর র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দল ও স্বাগতিক ইংল্যান্ড অর্জন করবে সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা।



মন্তব্য চালু নেই