বোমার আঘাতে বেরিয়ে গেলো কলেজছাত্রীর নাড়িভুড়ি

রাজধানীর পুরান ঢাকার লক্ষীবাজারে বোমার আঘাতে কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। তার নাম শারমিন সুলতানা (২০)।
রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, একটি মিছিল থেকে তার ওপর বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি তার পেটের এক পাশে আঘাত হানে। এতে তার নাড়িভুড়ি বের হয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রাপুর থানার ডিউডটি অফিসার এসআই আনিসুর রহমান জানান, বেলা ১১টার দিকে একটি মিছিল থেকে তার ওপর বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি তার পেটে লাগে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ওসি ঘটনাস্থলে রয়েছেন বলে জাননিয়েছেন ওই ডিউটি অফিসার





















মন্তব্য চালু নেই