বৈশাখী ঝড়ে | ইয়াসিন মাহমুদ

বৈশাখী ঝড়ে

-ইয়াসিন মাহমুদ


বৈশাখী ঝড়ে এলোমেলো বাতাসে
দূষিত ধূলোবালির উড়াউড়ি,
ওদিকে এক পশলা বৃষ্টির পরশে
সবুজ ঘাসের বুকে জেগে ওঠে তৃপ্তির ঢেউ।
নতুন দিনের আহবানে অতীত হয়ে উঠুক
অনুশোচনার এক মঞ্চ।
অমানবিকতা, মন্যুষত্বহীনের জঞ্জাল সাফ হয়ে যাক।
এই শুভদিন হয়ে উঠুক রঙিন স্বপ্নের,
আগামীর এক মাইলফলক।
অতীতের সুখ স্মৃতিটুকু বর্তমানের
সওয়ারী হয়ে টগবগিয়ে ছুঁটে চলুক দিগবিদিক।
বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাক
যত সব অসত্য-অসুন্দরের দাপট।
আজ অথবা আগামীকাল পৃথিবীর বুকে নেমে আসুক
অনিন্দ্য সুন্দরের বিজয় মিছিল।



মন্তব্য চালু নেই