বৈধ উপায়ে সোনা আমদানি হয় নাই : বাণিজ্যমন্ত্রী
দেশে গত পাঁচ বছরে বৈধ উপায়ে কোনো প্রকার সোনা আমদানি করা হয় নাই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার সকালে দশম জাতীয় সংসদের প্রস্তাবিত বাজেট অধিবেশনে টেবিলে উত্থাপিত এম এ হান্নানের লিখিত প্রশ্নের জবাবে সংসদকে এ কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, ‘বিদ্যমান বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ মোতাবেক বাংলাদেশ ব্যাংকের পুর্বানুমোদন গ্রহণপূর্বক বাণিজ্যিক ভিত্তিতে সোনা আমদানি করার সুযোগ রয়েছে। বিগত পাঁচ বছরে বাণিজ্যিক ভিত্তিতে সোনা আমদানির জন্য কোনো প্রতিষ্ঠান কর্তৃক বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন হয় নাই। তাই গত পাঁচ বছরে বৈধ উপায়ে বাণিজ্যিক ভিত্তিতে কোনো প্রকার সোনা দেশে আমদানি করা হয় নাই। সুতরাং এ সময়ে সোনা আমদানি হতে সরকারের কোনো প্রকার রাজস্ব আয়ও হয়নি।’
মন্তব্য চালু নেই