বেয়াইয়ের বাড়িতে শেখ হাসিনা
দীর্ঘ আট বছর তিন মাস পর বেয়াইয়ের বাড়িতে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় একমাত্র কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের শশুরবাড়ি ফরিদপুরে আসেন তিনি। এ সময় আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময় করেন।
এর আগে বেলা ১১টা ৪০মিনিটে ফরিদপুরে হেলিকপ্টার যোগে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অবতরণ করেন প্রধানমন্ত্রী। তারপর তিনি যান সার্কিট হাউসে। সেখান তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এরপর তিনি যান পুতুলের শশুর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বাড়ি বদরপুরের ‘আফসানা মঞ্জিল’।
বিকালে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন। সেখানে প্রধান অতিথির ভাষণ দেয়ার কথা আছে তার। এর আগে ১০৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০টি প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া আরো ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ আগে সবশেষে ২০০৮ সালে ফরিদপুর সফর করেছেন বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্তব্য চালু নেই