বেড়া চরাঞ্চলের শিক্ষার্থীরা বই থেকে বঞ্চিত

পাবনার বেড়ার চরপাইখন্দ সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বই পায়নি। উপজেলা চেয়ারম্যানের নির্দেশে এ বিদ্যালয়ে বই বিতরন বন্ধ করা হয়েছে।

এ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখা ৬৯১। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়।
২০০৩ সালে বিদ্যালয়টি যমুনাতে বিলিন হলে এলাকাবাসী তা আবার নতুন করে নির্মান করেন।

এরপর স্থানীয় ক্ষমতাশীন দলের নেতা আবুল কালাম আজাদ এ বিদ্যালয়টি ভেঙ্গে পাশের ইউনিয়নের চরপাইখন্দে তা নির্মান করেন।
এ ঘটনায় বেড়া থানায় একটি মামলা হয়, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

এ বছর চরপাইখন্দ বিদ্যালয়ে বই সরবরাহ বন্ধ রয়েছে।
এব্যপারে বেড়া শিক্ষা কর্মকর্তা তোফাজ্জলের সাথে যোগাযোগ করলে তিনি জানান, উপজেলার বই বিতরনী কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান। তার নির্দেশে বই দেয়া বন্ধ আছে।
বেড়া নিবাহী অফিসার মিজানুর বলেন, এ ব্যাপারে আমি কিছু জানিনা।
অপরদিকে উপজেলা চেয়ারম্যান আঃ কাদেরের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এব্যাপারে এলাকার সর্বসাধারন সরকারের সু নজর কামনা করেন।



মন্তব্য চালু নেই