বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন সোমবার ৫টা পর্যন্ত
চলতি বছর হজে যেতে প্রাক নিবন্ধিত বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শেষ হচ্ছে সোমবার।
ব্যাংকে টাকা জমাদানসহ আগামীকাল বিকেল ৫টার মধ্যে অনলাইনে নিবন্ধনের কাজ শেষ করতে হবে।
রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সময় বেধে দেওয়া হয়।
এতে বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৬ সালে যারা প্রাক-নিবন্ধন করেছেন তার মধ্যে যারা বাকি রয়েছেন আর ২০১৭ সালে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের সোমবারের মধ্যে নিবন্ধনের কাজ সম্পন্ন করতে হবে।
অর্থাৎ, ২০১৬ ও ১৭ সালে প্রাক নিবন্ধিত যাদের ক্রমিক নম্বর ১,৪০,৯৯৫ থেকে ২,১৭,২৮৮ এর মধ্যে রয়েছে তাদেরকে নিবন্ধনের কথা বলা হয়েছে। সরকারের এই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন কাজ শেষ করতে না পারলে এ বছর আর হজে যাওয়া হবে না। তাদের পরিবর্তে ২০১৭ সালে প্রাক নিবন্ধিত ২,১৭,২৮৮ সিরিয়ালের পর অপেক্ষমাণ তালিকা থেকে ক্রম অনুযায়ী কোটার সমসংখ্যক প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের নিবন্ধনের জন্য ডাকা হবে।
প্রজ্ঞাপনে প্রাক নিবন্ধিত হজযাত্রীদের বিষয়টি জরুরিভাবে আমলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য চালু নেই