বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী

দেশের উচ্চশিক্ষার পরিধি প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, গড়ে উঠছে নতুন নতুন বিশ্ববিদ্যালয়। দেশে বর্তমানে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৯৪টি। এ সকল বিশ্ববিদ্যালয়ে দেশীয় শিক্ষার্থী যেমন বাড়ছে ঠিক একই সাথে বাড়ছে বিদেশি শিক্ষার্থীও।
UGC ‘র সর্বশেষ বার্ষিক রিপোর্ট অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ২০১২ সালে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ১,৬৪২জন। যার মধ্যে সর্বাধিক সংখ্যক অর্থাৎ ১,২৩৭জন শিক্ষার্থী অধ্যয়নরত ছিল ইউনিভার্সিটি অভ্ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম-এ। দ্বিতীয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (৯৮ জন); তৃতীয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৫৭ জন); চতুর্থ, নর্থ সাউথ ইউনিভার্সিটি (৩৫ জন); ৫ম, ব্রাক ইউনিভার্সিটি (৩২ জন)
অন্যদিকে, ৩৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৮টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৫২৫জন। ২০১১ সালে এ সংখ্যা ছিল ২১০জন।
সুত্রঃ http://www.ugc.gov.bd/reports



মন্তব্য চালু নেই