বেলুন ফোলাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

রাজধানীতে জন্মদিনের অনুষ্ঠানে বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে লাল মিয়া (৪৬) নামের একজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে বনানী ২৫/এ নম্বর সড়কের ৬/৮ নং বাড়িতে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বনানীর একটি বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে বেলুনে গ্যাস ভরাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গুরুতর দগ্ধ হন লাল মিয়া। পরে ঢামেকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই