বেরোবি শিক্ষককে প্রাণনাশের হুমকি

এইচ.এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আতাউর রহমান নামের এক শিক্ষককে গত বৃহস্পতিবার চিঠির মাধ্যমে প্রালনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকিপ্রাপ্ত ঐ শিক্ষক তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর,উপাচার্যকে জানানোসহ বৃহ্সপতিবার রাতে রংপুর কোতয়ালি থানায় এক সাধারণ ডায়েরি করেছেন। (যার নং-১৭৩৩,তারিখ-২৬/৫/২০১৬)।

ডায়েরি সূত্রে জানা যায়, আতাউর রহমান নামের ঐ শিক্ষক গত বৃহস্পতিবার বেলা ১২ টায় ব্যক্তিগত কাজে অফিস কক্ষে (একাডেমিক ভবন এর ৩য় তলা) প্রবেশ করে শিক্ষকের নাম ঠিকানাসহ একটি খাম দেখতে পান। অত:পর খামটি খুললে ১ টাকার একটি কয়েন ও ‘প্রাণনাশের হুমকি’ সম্বলিত একটি চিরকুট দেখতে পান। এতে ইংরেজিতে লেখা ছিলো `Be careful. Because you have not enough time. অর্থাৎ ‘‘সতর্ক থাকুন। কারণ আপনার (বেঁচে থাকার জন্য)যথেষ্ট পরিমাণ সময় নেই।’’ পরে ঐ শিক্ষক তাঁর জীবনের নিরাপত্তায় রংপুর কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যোগাযোগ করলে প্রক্টর (ভারপ্রাপ্ত) শাহীনুর রহমান বলেন, “ভুক্তভোগী শিক্ষকের কাছ থেকে ঐ চিঠি পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ”।

আগামীকাল রবিবার প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিভাগটির শিক্ষার্থীরা একটি মানববন্ধন করবে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই