বেরোবিতে হিন্দুধর্মালম্বী শিক্ষার্থীদের দীপাবলি উৎসব পালন

“অন্ধকার হোক দূরীভূত, হৃদয় হোক আলোকিত” এই শ্লোগানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে দীপাবলি উৎসব পালিত হয়েছে।

বুধবার গোধুলী সন্ধ্যা বিদায়ের সাথে সাথে কালো অন্ধকারের মাহেন্দ্রক্ষণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় ১ হাজার মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান পালন করা হয়। এ সময় হিন্দু ধর্মালম্বী শিক্ষার্থীরা অজ্ঞানতার অন্ধকার দূর করে দেশ ও জাতির মঙ্গলার্থে মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন করে।

মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের আগে বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা স্মারকের পাদদেশে একটি আলোচনা সভা ও “আদ্যাশক্তি” নামের একটি পত্রিকার মোড়ক উম্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রংপুর, নীলফামারী ও পঞ্চগড় জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী রথীশ চন্দ্র ভৌমিক বিশেষ অতিথির আসনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, উমর ফারুক, কুন্তলা চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় পাঁচ শতাধিক হিন্দু ধর্মালম্বী শিক্ষার্থী উপস্থিত ছিল।



মন্তব্য চালু নেই