বেরোবিতে উদীচীর বর্ণ মিছিল ও ভাষা অভিযাত্রা

বেরোবি প্রতিনিধি : ভাষার মাসে বাংলা ভাষার মর্যাদা ও গুরুত্ব স্মরণ করিয়ে দিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উদীচী সংসদ বুধবার সকাল ১১ টায় “বর্ণ মিছিল এবং ভাষা অভিযাত্রা” নামে একটি রযাা লী বের করেন। এতে অংশ গ্রহন করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষক ওমর ফারুক এবং ইংরেজি বিভাগের বিভাগীয প্রধান আসিফ অfল মতিন। রযান লীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও স্বর্তস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

রযাে লীটি বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিন করে পার্কের মোড় ঘুরে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।

সমাবেশে ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন বলেন-“বর্তমান সময়ে আমাদের ভাষার উপর বিভিন্ন ভাষার আগ্রাসন চলছে,বিশেষ করে ইংরেজি এবং হিন্দী ভাষা অধিক হারে বাংলা ভাষায় স্থান করে নিচ্ছে।ভাষাকে সমৃদ্ধ এবং উন্নত করতে ভাষা চর্চার উপর গুরুত্ব আরোপ করা উচিত বলেও তিনি মনে করেন। সমাবেশে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উদীচী সংসদের সভাপতি ওয়াদুদ সাদমান।

উল্লেখ্য ,বাঙ্গালি জাতির মায়ের ভাষা বাংলা ভাষা। এই ভাষাকে রাষ্ট্র ভাষার মর্যাদা দিতে প্রান দিতে হয়েছিলো এ দেশের সুর্য সন্তানদের । ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারীতে রাষ্ট্র ভাষার বাংলার দাবিতে ঢাকার রাজপথে মিছিল বের করেন এ দেশের দামাল ছেলেরা। পাক-বাহিনীর সৈন্যরা মিছিলে গুলি করলে সালাম,রফিক,বরকতসহ অনেক মানুষ প্রান হারায় ঘটনাস্থলে। এরই ধারাবাহিকতায় ‘২১ ফেব্রুয়ারী’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় বিশ্বব্যাপী।



মন্তব্য চালু নেই