বেবী নাজনীনকে ছেড়ে দিয়েছে পুলিশ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে ধরে নিয়ে যাওয়ার আধা ঘণ্টার মাথায় কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে ছেড়ে দিয়েছে পুলিশ। রবিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে গুলশান থানা পুলিশ তাকে ছেড়ে দেয়।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রাত ৭টা ৫৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে সাদা একটি মাইক্রোবাসে করে (ঢাকা মেট্রো চ-১৫১৮৫১) গুলশান থানার নারী পুলিশ সদস্যরা বেবী নাজনীনকে নিয়ে যান।
ঘটনাস্থলে থাকা প্রতিবেদক জানান, এর আগে রবিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গুলশান কার্যালয়ের সামনে খালেদা জিয়ার জন্য স্যুপ নিয়ে আসেন বেবী নাজনীন। কিন্তু পুলিশ তাকে কার্যালয়ে প্রবেশে বাধা দেয়। বেবী নাজনীন প্রশাসনের কাছে ভেতরে যাওয়ার জন্য আকুতি করলেও অনুমতি পাননি। এরপর রাত ৭টা ৫৫ মিনিটে বেবী নাজনীনকে পুলিশ নিয়ে যায়।
গুলশান থানার ডিউটি অফিসার হোসনা আফরোজ বলেন, ‘বেবী নাজনীনকে কী কারণে আনা হয় তা জানি না।’
মন্তব্য চালু নেই