বেনাপোলে ৫০ লাখ টাকার স্বর্ণসহ চোরাচালানী আটক

বেনাপোলের আমড়াখালী চেকপোস্টে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ মিঠুন নামে এক চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার বেলা ১১টার দিকে মিঠুনকে আটক করা হয়। তার বাড়ি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে। বাবার নাম মোস্তফা।

২৬ বিজিবির লে. কর্নেল মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে নাবারণ থেকে বেনাপোল আসার পথে আমড়াখালী চেকপোস্টে মিঠুন নামে এক চোরাচালানীর দেহ তল্লাশী করা হয়। এসময় তার দেহ থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

পরে বেনাপোল পোর্ট থানায় মিঠুনকে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

পোর্ট থানার ওসি অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিঠুনের বিরুদ্ধে বেনাপোল থানায় স্বর্ণ চোরাচালান মামলা হয়েছে। পরে তাকে যশোর আদালতে পাঠানো হয়।



মন্তব্য চালু নেই