বেতনের সমান ঈদ বোনাস দাবি
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা ২০ রোজার মধ্যে পরিশোধ এবং বেতনের সমপরিমাণ ঈদ বোনাসের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম।
শুক্রবার ১৭ (জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি জানান।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেছেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে প্রতিবছরই তালবাহানা করা হয়। অনেক কারখানায় বেতন দিতে গড়িমসি করে। এবার যেন শ্রমিকরা তাদের বেতন পায় সে ব্যাপারে জোর দাবি জানাচ্ছি।’
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য শফিউল গাজী, আমেনা আক্তার প্রমুখ।
মন্তব্য চালু নেই