বেগুনটি ঘিরে ক্রেতাদের ভীড় হিমশিম খাচ্ছে বিক্রেতা

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: দূর্লভ প্রজাতির বেগুন চাষে সাড়া ফেলেছে ঠাকুরগাঁওয়ের সবজি চাষী মোজাফ্ফর হোসেন। এই বেগুন স্বাদে অতুলনীয়। দেখতেও চমৎকার। প্রতিযোগীতা করে কিনছে ক্রেতারা এই বেগুন । এতে লাভবান হচ্ছে কৃষক মোজাফ্ফর। ছয় বছর ধরে ডিমালী নামে স্থাণীয় জাতের বেগুন চাষ করছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামের কৃষক মোজাফ্ফর হোসেন । ভাদ্র ও অগ্রায়ন মাসে এই দূর্লভ প্রজাতির সাদা ও ডিম আকৃতির বেগুন আবাদ হয়। অন্য জাতগুলোর চেয়ে এই বেগুন খেতে সু-স্বাদু। সাধারণ বেগুনের চেয়ে এর দাম একটু বেশি। এলাকার হাট বাজার গুলোতে অন্য জাতের বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০ থেকে ১২ টাকা দরে। আর এই বেগুন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা দরে। এর চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ দিতে পারছেনা কৃষক মোজাফ্ফর হোসেন।



মন্তব্য চালু নেই