বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সাথে প্রশাসনের মত বিনিময় ও পরিচিতি সভা

এইচ.এম আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাথে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় উপজেলা হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি ও মাই টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন মিঠুর সভাপতিত্বে মত বিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. আবদুর রহিম, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কে.এম ইয়াসির আরাফাত, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আবুল হোসেন বাঙ্গালী, জেলা জেএসডির সভাপতি সাবেক চেয়ারম্যান এম.এ জলিল চৌধুরী, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক বাবু বিনয় কিশোর রায়, জেলা আওয়ামী লীগ সদস্য তপন মজুমদার, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. আক্তারুজ্জামান আনসারী, উপজেলা যুবলীগের আহবায়ক নুর হোসেন মাসুদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু, বেগমগঞ্জ থানার অফিসার ইন চার্জ সাজিদুর রহমান সাজিদ, ১নং আমানুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, সমাজ সেবা অফিসার আবুল কাশেম মিলন, বেগমগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম মিঠু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মানিক রতন সরকার, চৌমুহনী পৌরসভার বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ প্রমূখ। মত বিনিময় শেষে বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি পদে মাই টিভির জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন মিঠু ও সাধারণ সম্পাদক পদে এন.টিভির জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, সিনিয়র সহ-সভাপতি সমকালের জেলা প্রতিনিধি আনোয়ার হায়দার, সহ-সভাপতি দৈনিক নিউ নেশান ও খবরপত্রের জেলা প্রতিনিধি এ.জেড.এইচ আজিজ, সহ-সাধারণ সম্পাদক বিজয় টিভির জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামাল, সহ সাধারণ সম্পাদক আরটিভির নির্বাহী পরিচালক সাইফুর রহমান রাসেল, সহ-সাধারণ সম্পাদক অপরাধ তথ্য চিত্রের ব্যুরো চীফ সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক দিনের শেষের জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক টেলিলিংকের ভারপ্রাপ্ত সম্পাদক সফি উদ্দিন টিটু, কোষাধ্যক্ষ দৈনিক ভোরের সময়ের জেলা প্রতিনিধি প্রফেসর ড. আবু নাছের, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ডাক প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইউনুস শিকদার বাহার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আরেফিন শাকিল, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন মিলন, তথ্য ও গবেষনা সম্পাদক দৈনিক ভোরের আলোর জেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি নোয়াখালী প্রতিদিন মোঃ ওমর ফারুক আল ফয়সাল, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক দৈনিক আজকের সংবাদের ব্যুরো চীফ নাসির উদ্দিন মিরাজ, সমাজ কল্যান সম্পাদক দৈনিক ভোরের আলোর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক দৈনিক ইনকিলাব সাইদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক দৈনিক দেশ কালের জেলা প্রতিনিধি খায়রুল আনাম রিফাত, নির্বাহী সদস্য দৈনিক যোগাযোগ প্রতিদিন, দৈনিক ভোরের ডাক ও সময়কালনিউজটুয়েন্টিফোরডটকম জেলা প্রতিনিধি এইচ.এম আয়াত উল্যা, নির্বাহী সদস্য দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ডা. হানিফ ভূ্ইঁয়া, নির্বাহী সদস্য বাংলাদেশ নিউজ এজেন্সি ও দৈনিক সংবাদ মোহনা জেলা প্রতিনিধি রিপন মজুমদার, দৈনিক দেশের পত্রের হাবিবুর রহমান পিন্টু, সদস্য সুমন পাল মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়। উপজেলা প্রশাসন, বিশিষ্ট ব্যক্তিদের সাথে বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের দীর্ঘ ৪ ঘণ্টা মত বিনিময়, সাংবাদিককেদর বিভিন্ন দিকনির্দেনামূলক অনেক অজানা তথ্য উঠে আসে। জনগন এবং আয়তনে ৯১ এর আদম শুমারীতেও বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা ছিল। বর্তমানে বৃহত্তর নোয়াখালীর সর্ববৃহৎ ্উপজেলা। এই উপজেলায় বৃহত্তর নোয়াখালীর ইলেকট্রনিক্স, প্রিণ্ট ও অনলাইন মিডিয়ার জেলা প্রতিনিধিদের অবস্থান এবং বাংলাদেশের স্বনামধন্য অনেক শিল্পপতিদের জন্মভূমি। এই অঞ্চলের সাংবাদিকদের স্থানীয় ও জাতীয়ভাবে অবদান সরকারের পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে অংশীদারিত্ব হিসেবে কাজ করছে। কিন্তু এই উপজেলায় দীর্ঘদিন থেকে বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাব নামে সাংবাদিকদের ঐক্যবন্ধ হওয়ার কোন মাধ্যম না থাকায়,উন্নয়ন কাজে অনেক বাধাগ্রস্থ হয়। তাই বেগমগঞ্জ উপজেলা গঠনে বর্তমান উদ্যোগকে প্রশাসন এবং সূধীমহল অভিনন্দন জানাচ্ছে।



মন্তব্য চালু নেই