বেগমগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : “নিরাপদ সড়ক চাই” শ্লোগানে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ-ছয়ানী-চন্দ্রগঞ্জ সড়কে দূর্ঘটনা রোধ ও সড়ক সংস্কার করার দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষার্থী ও একালাবাসী। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধন চলাকালে স্থানীয়রা জানায়, নোয়াখালীর রাজগঞ্জ-ছয়ানী ও ছয়ানী-চন্দ্রগঞ্জ সড়ক দিয়ে দিন দিন মানুষ ও যানবাহন চলাচল ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এতে ওই সড়ক দুইটির উপর অতিরিক্ত চাপ পড়ায় রাস্তার বিভিন্ন স্থানে গর্ত ও রাস্তার পাড় ভেঙ্গে ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে। কিন্তু গত কয়েক বছর থেকে সংস্কারের অভাবে প্রতিদিন কোথাও না কোথাও সড়ক দূর্ঘটনা ঘটছে। এতে হতাহতের ঘটনাও ঘটছে। বিষয়টি স্থানীয় লোকজন প্রশাসনকে জানালেও কোন প্রতিকার পাচ্ছেন না। এজন্য তারা অতিদ্রুত সড়ক সংস্কারে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন। প্রসঙ্গত, ২২ ফেব্রুয়ারি রাজগঞ্জ-ছয়ানী সড়কের মৌলভী মাকের্ট ও ঠাকুর বাড়ি দরজা নামক স্থানে মেহেদি হাসান নামে এক শিক্ষার্থী সড়ক দূর্ঘটনায় নিহত হয়।



মন্তব্য চালু নেই