বেগমগঞ্জে সুমন বাহিনীর প্রধান সহ আটক ৫
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসী সুমন বাহিনীর প্রধান সুমনসহ ৫জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এসময় তাদের কাছ থেকে ইয়াবা, মোবাইল, মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে র্যাব ও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছেন, সুমন বাহিনীর প্রধান সুমন, তার সহযোগী রোমন, আরজু, লক্ষ্মীপুর জেলার চরআলী আহসান গ্রামের বাবুল সরদারের ছেলে সবুজ হোসেন ও একই এলাকার মো. শুকুর খাঁর ছেলে শফিকুল ইসলাম স্বপন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সুমন বাহিনীর প্রধান সুমন ও তার দুই সহযোগীকে আটক করে পুলিশ।
অপরদিকে র্যাব-১১, লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল চৌমুহনী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৪০পিস ইয়াবা, একটি মোবাইল, ৩টি মোটরসাইকেল ও ইয়াবা বিক্রির ২১’হাজার ১৯০টাকা নগদসহ তাদের আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মন্তব্য চালু নেই