বেগমগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে কফিল উদ্দিন (৩৫) নামের পল্লী বিদ্যুত সমিতির এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার বাংলা বাজার এলাকার নোয়াব আলী সড়কে এ ঘটনা ঘটে। নিহত কফিল উদ্দিনের গ্রামের বাড়ি গাজীপুর জেলার টঙ্গীতে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে নোয়াখালী পল্লী বিদ্যুত সমিতির লাইনম্যান কফিল উদ্দিন বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকার নোয়াব আলী সড়কের কাছে ১১ হাজার ভোল্ডের মেইন লাইনের একটি সংযোগে কাজ করতে যায়।
এসময় মেইন লাইনের বিদ্যুত সংযোগ সচল থাকায় কাজ করার একপর্যায়ে লাইনম্যান কফিলের হাত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য চালু নেই