বেগমগঞ্জে একুশ নিয়ে বাবুপুর ইয়ূথ সোসাইটির নানা আয়োজন

এম.এ.আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী: একুশে ফেব্রুয়ারির মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে তরুণদের সামাজিক স্বেচ্চাসেবী সংগঠন ‘ইয়ূথ সোসাইটি’ নানা আয়োজনে উদ্যাপন করেছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার বাবুপুর-জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একুশের সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনাসভা এবং ছাত্রছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে বাবুপুর ইয়ূথ সোসাইটির সদস্যরা। সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে একুশের তাৎপর্য নিয়ে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, বাবুপুর-জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাহাব উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছারওয়ার, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ফয়জুল ইসলাম জাহান, দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি মো. বোরহান উদ্দিন সবুজ, বাবুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম প্রমুখ।

পরে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ সহ পুরস্কার বিতরণ করেন, বাবুপুর ইয়ূথ সোসাইটির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সদস্য আবদুর আজিজ সুবিন, নাহিদা সুলতানা, দীপু, শাহাদাত, ফিরোজ।



মন্তব্য চালু নেই