বেগমগঞ্জে অটোরিক্সার ধাক্কায় পথচারী নিহত

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর-নোয়াখালী প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় আবদুল মান্নান (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার লক্ষ্মীপুর-নোয়াখালী প্রধান সড়কের তফাদার পুল এলাকায় এ দূর্ঘটনায় ঘটে। নিহত আবদুল মান্নান উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আমানতপুর গ্রামের তপাদার বাড়ীর মৃত ইসহাক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে স্থানীয় বৃদ্ধ আবদুল মান্নান উপজেলার লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের তফাদার পুল এলাকায় প্রধান সড়কের একপাশ থেকে অন্যপাশে রাস্তা পারাপার হওয়ার সময় তাকে দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিক্সা জোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক সড়ক দূর্ঘটনায় এক পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



মন্তব্য চালু নেই