বেকারের সংখ্যা জানেন না কর্মসংস্থান প্রতিমন্ত্রী
দেশে বর্তমানে বেকারের সংখ্যা কত তার সঠিক তথ্য জানেন না শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু। তিনি চার বছর আগের অর্থাৎ ২০১০ সালের পরিসংখ্যান ব্যুরো পরিচালিত তথ্য দিয়েছেন সংসদে। ওই তথ্যে বলা হয়েছে- দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ।
মঙ্গলবার সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান চুন্নু।
মজিবুল হক চুন্নু বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এ সংক্রান্ত পরিসংখ্যান কার্যক্রম পরিচালিত হয় না। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত শ্রমশক্তি জরিপ-২০১০ অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা ২৬ লাখ।
এর আগে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৪ সালের ২৯ জুন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের এক প্রশ্নের জবাবে কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেছিলেন, বেকার সংখ্যা নির্ণয়ের কোনো জরিপ মন্ত্রণালয় থেকে পরিচালিত হয় না। তবে পরিসংখ্যান ব্যুরোর লেবার ফোর্স সার্ভে, ২০১০ অনুসারে দেশে বেকার লোকের সংখ্যা ২ দশমিক ৬ মিলিয়ন।
মন্তব্য চালু নেই