বৃহস্পতি ও রোববার জামায়াতের হরতাল

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ১৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ১৯ শে সেপ্টেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতাল ডেকেছে তারা। ২১ শে সেপ্টেম্বর রোবববার ভোর ৬টা থেকে ২২ সেপ্টেম্বর সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতাল ডাকা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানিয়েছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাঈদীর রায়ের পর এই ঘোষণা আসে।

আজ বুধবার জোহরের নামাজের পর ঢাকায় বিক্ষোভেরও ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার সারাদেশে দোয়া ও শনিবার দেশব্যাপী বিক্ষোভেরও ডাক দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই