বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ-ঢাকা’র আহ্বায়ক কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার নোয়াখালী থেকে : বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ-ঢাকা’র আহ্বায়ক কমিটি গঠিত ১৫ সেপ্টেম্বর বিকেল ৫ টায় ঢাকার পুরানা পল্টনস্থ নোয়াখালী মেইল কার্যালয়ে বৃহত্তর নোয়াখালীর সংবাদপত্রের সম্পাদকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মকছুদের রহমান মানিক-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় সম্পাদকদের বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ-ঢাকা নামে ঢাকায় একটি সংগঠন করার বিষয়ে সর্বসম্মতি সিদ্ধান্ত হয়। উপস্থিত সকল সম্পাদকের সম্মতিক্রমে সংগঠনেরর আপাতত কার্যক্রম পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নোয়াখালী মেইল পত্রিকার সম্পাদক মকছুদের রহমান মানিক (নোয়াখালী) কে আহ্বায়ক ও রায়পুর দর্পনের সম্পাদক ইসমাইল হোসেন শামীম (লক্ষ্মীপুর), ফেনীর কথা পত্রিকার সস্পাদক (ফেনী) কে যুগ্ম-আহ্বায়ক এবং দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার সম্পাদক ফরিদ আহমেদ বাঙালীকে সদস্য সচিব করা হয়। সদস্যরা হলেন, সাপ্তাহিক ধুমকেতু পত্রিকার সম্পাদক এডভোকেট ছারওয়ার-ই দ্বীন, সাপ্তাহিক চলতিধারা সম্পাদক এম বি আলম, সাপ্তাহিক নোয়াখালীর কথা পত্রিকার সম্পাদক মহিন উদ্দিন চৌধুরী লিটন, সাপ্তাহিক অর্থখবর পত্রিকার সম্পাদক ছারওয়ার আলম, দৈনিক বর্তমান লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক আখতার আলম। দৈনিক আপন কাগজ পত্রিকার সম্পাদক নূরুল আবছার বাহাদুর, সাপ্তাহিক বর্ণমালা পত্রিকার সম্পাদক আবু তাহের ভূঁইয়া প্রমুখ। বৃহত্তর নোয়াখালীর যে কোন পত্রিকার ডিক্লারেশন প্রাপ্ত সম্পাদকরা এ সংগঠনের সদস্য হতে পারবেন। আগ্রহীরা ০১৭১১১০৭৮৩৮ এ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে খসড়া গঠনতন্ত্র উপস্থাপনের জন্য ধুমকেতু পত্রিকার সম্পাদক এডভোকেট ছারওয়ার-ই দ্বীন কে আহ্বায়ক এবং মকছুদের রহমান মানিক, আমির হোসেন জনি, ফরিদ আহমেদ বাঙালী, মহিন উদ্দিন চৌধুরী লিটনকে সদস্য করে ৫ সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন কমিটি করা হয়। এছাড়া বৃহত্তর নোয়াখালীর প্রবীণ সম্পাদকদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।



মন্তব্য চালু নেই