বৃষ্টি আরও দু’তিন দিন
বুধবার দুপুর থেকে রাজধানীসহ সারাদেশে হালকা ও মাঝারি ধারায় বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এই মৌসুমে এমন বৃষ্টি স্বাভাবিক। সামনে আরো দু’তিন দিন এই বৃষ্টি হতে পারে। বৃষ্টি থাকলেও তাপমাত্রায় গরমভাব আগের মতোই থাকবে।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থাররত নিম্নচাপটি উত্তর পশ্চিমে সরে গিয়ে দক্ষিণ-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়া অফিস বলেছে, নিম্নচাপটি দুপুর ১২টায় চট্টগ্রাম বন্দর থেকে ১৬০০, কক্সবাজার থেকে ১৫৫০, মংলা থেকে ১৪৩৫ এবং পায়রা বন্দর থেকে ১৪৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকুলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের জন্য বলা হয়েছে।
মন্তব্য চালু নেই