বৃষ্টিভেজা দু:সাহসী নায়িকারা (ভিডিওসহ)

বৃষ্টিতে ভেজা নায়িকাদের দেখে আমাদের চোখ অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু সময়টা যদি ১৯৮৫ হয় তাহলে তো এটা নিঃসন্দেহে বড়সড় সাহসিকতার পরিচয় বইকি৷ যতই তাঁরা পর্দার ওপারের লোক হোন না কেন, আটের দশকের দর্শকের কাছে এটা মেনে নেওয়াটাই একটা ব্যাপার ছিল৷

ছবি ‘রাম তেরি গঙ্গা মইলি’৷পরিচালক রাজ কাপুর৷ছবির নায়িকা মন্দাকিনী নায়কের সঙ্গে প্রেম করতে করতে হঠাৎ ঝরনার জলে ভিজতে শুরু করে৷পরনে তার পাতলা ফিনফিনে সাদা শাড়ি৷ক্ষমতায় এই শাড়ি এক্স-রে মেশিনকেও ছাপিয়ে যায়৷

দুর্দান্ত প্যাকেজে রোমান্টিক গানের সঙ্গে মন্দাকিনী বিভিন্ন বিভঙ্গে নাচে এবং ভিজে যায়৷দর্শক অধীর অপেক্ষায়৷কখন কেস একটু এদিক ওদিক হয়৷কিন্তু ও যে সিনেমা৷সবটাই আগে থেকে ঠিক করা৷তাই ও জিনিসটি হবার নয়৷কিন্তু পিপাসু মন আশা ছাড়ে না৷একসময় নায়িকার নাচ শেষ হয়৷উনিশ পেরােনো ছেলেটার মোহভঙ্গ হয়৷

843

যৌন আবেদনে কম যান না জিনাত আমানও৷সেই সময়ের নায়িকাদের মধ্যে তিনি সাহসী বলেই কানাঘুষো ছিল৷প্রমাণ পাওয়া গেল ‘সত্যম শিবম সুন্দরম’(১৯৭৮)-এ৷মন্দাকিনীর মতো ভরাট স্বাস্থ্যের অধিকারী তখন তিনি ছিলেন না৷কিন্তু তাতে কি৷হাঁটুর ওপর পর্যন্ত সাদা কাপড়ে মোড়ানো ছিপছিপে মেয়ের দেহ ক্রমাগত সুরের ছন্দে নেচে চলেছে, অবিশ্রান্ত জলের তলায়৷কার না দেখতে ভাল লাগে বলুন তো? ‘ভাের ভয়ে পনঘট পে’ গানের দৃশ্যে জিনাত কম চমক দিলেন না৷

১৯৯০ সালে ‘কিষেণ কানাইয়া’ ছবিতে নায়িকা শিল্পা শিরোদকার আগেকারই নায়িকাদেরই মতো একটি সাদা স্বচ্ছ শাড়িতে একটি ঝরনার তলায় গানের দৃশ্যে নেচেছিলেন৷

৯৪ সালে ‘গজ মুক্তা’ ছবিতে বলিউড এবং টলিউডের হট নায়িকা ওইরকমই একটি দৃশ্যে মুুনমুন সেন যেন সৌন্দর্যে যৌন আবেদনে ছাপিয়ে গেলেন অাগের সবাইকে৷বলিউডের একসময় হিট বেব রবিনা ট্যান্ডনের টিপ টির বরসা পানি আজও বলিউডের হিট নাম্বার৷ছবিটি ‘মোহরা’ (৯৪)৷১৯৯৮-এও ‘কিমত’ ছবিতে একইরকম আরও একটি দৃশ্যে অভিনয় করলেন রবিনা৷বছর তিনেক পরে রামগোপালের ‘দাউদ’-এ এলেন ‘ঊর্মিলা’৷

তিনি তো আগাগোড়াই সেক্স বম্ব৷তারপর জলে ভেজার দৃশ্যে যে জমিয়ে দেবেন তা বলাই বাহুল্য৷অনেক পরে মল্লিকা শেরাওয়াত প্রথম ছবি ‘খোয়াইশ’ (২০০৩) সালে আবারও একটি গানের দৃশ্যে ঝরনার জলে ভিজে শুটিং করলেন৷পরবর্তীকালে এরকম দৃশ্যই বলিউডের ছবিগুলিতে আর সেভাবে দেখা যায়নি৷

০৯ সালে ক্যাটরিনা কাইফ ‘দে দনা দন’ ছবিতে অক্ষয়কুমারের বিপরীতে এরকম একটি সেমি হট সিনে অভিনয় করেন৷

সত্যম শিবম সুন্দরম’-এ জিনাতের দৃশ্যটি দেখতে নিচের লিঙ্কটি ক্লিক করুন

https://youtu.be/I_MuNoz3zrU

‘রাম তেরি গঙ্গা মইলি’তে মন্দাকিনীর দৃশ্য দেখতে নিচের লিঙ্কটি ক্লিক করুন

https://youtu.be/E3AtYcr_6Hw



মন্তব্য চালু নেই