বৃষ্টিতে ভিজে শাকিব খানের প্রতিবাদ

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবির বিরুদ্ধে বৃষ্টিতে ভিজে প্রতিবাদে নামেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ভারতীয় ছবি আমদানির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন তিনি।

২০ জুলাই বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মূল ফটকের বিপরীতে সড়কের ওপর বৃষ্টিতে ভিজে মানববন্ধনে অংশ নেন সুপারস্টার শাকিব খান।

সম্প্রতি সেন্সর বোর্ডে জমা পড়েছে কলকাতার ছবি ‘কেলোর কীর্তি’। আগামী ঈদুল আজহায় এ ছবি মুক্তি পাওয়ার কথা।

সাফটা চুক্তিতে আমদানি ও রপ্তানির যথার্থ নিয়ম না মানার কারণে ছবিটি প্রদর্শনে এরই মধ্যে স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাংলাদেশে সেন্সর ছাড়পত্র বা মুক্তি পাবে না ছবিটি।

রাজা চন্দ পরিচালিত ছবিটি আমদানিকে ঘিরে আন্দোলনে নেমেছেন বিভিন্ন চলচ্চিত্র সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে ভারতীয় ছবি আমদানির প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে অংশ নেন চলচ্চিত্রের শীর্ষ শিল্পী ও কলাকুশলীরা।

মানববন্ধনে অংশ নিয়ে শাকিব খান বলেন, আমরা কখনো ছবি বিনিময়ের পক্ষে ছিলাম না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবো না।

তিনি বলেন, ঈদের আগে তথ্যমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম। হঠাৎ দেখা গেল কলকাতায় মুক্তিপ্রাপ্ত একটি ছবি এখানে মুক্তির অনুমতি পেল। এমন অসম বিনিময় মেনে নেব না।

শাকিব এও বলেন, আমার বিশ্বাস আজকের কর্মসূচির পর সরকার নতুন করে বিষয়টি নিয়ে ভাববে।

তিনি বলেন, গত ঈদে দেশীয় চলচ্চিত্রে নতুন সম্ভাবনার চিত্র দেখা গেছে। ঢাকাসহ সারাদেশের সিনেমা হলে দর্শক সমাগমই তার প্রমাণ। এখানের চলচ্চিত্রে সুদিন ফিরেছে।

মানববন্ধনে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়ক ওমর সানি, অমিত হাসান, অভিনেত্রী অঞ্জনা, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সোহানুর রহমান সোহান, সাফিউদ্দিন সাফি, বুলবুল বিশ্বাস প্রমুখ।



মন্তব্য চালু নেই