‘মূল্যবৃদ্ধির কারসাজি করলে মঙ্গল হবে না’
বাজারে মূল্যবৃদ্ধির কারসাজির চেষ্টা করলে মঙ্গল হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার দুপুরে রাজধানীর টিসিবি ভবনে আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে যৌথ সভায় মন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আপনারা আগে যেভাবে সহযোগিতা করেছেন, এবারো সেভাবে সহযোগিতা করবেন। আগে যেমন বাজার স্থিতিশীল রেখেছিলেন, এবারো ঠিক সেভাবে স্থিতিশীল রাখবেন। পণ্য মজুদ করে দাম বাড়াবেন না। চিনির দাম যাতে ৪০ টাকার ওপর না যায় সেটা খেয়াল রাখবেন। অন্যান্য পণ্যও সাধারণের হাতের নাগালে রাখবেন।
তিনি বলেন, শুধু রমজান মাসেই নয় সারা বছর পণ্যের দাম সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখবেন।
গত বছরের চেয়ে এবার মজুদ বেশি উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছরের চেয়ে মজুদ বেশি, আন্তর্জাতিক বাজারে দাম কম। ফলে রসুন বাদে দেশীয় বাজারে পণ্যের দাম কম। চাহিদার চেয়ে মজুদ বেশি সে কারণে কৃত্রিম সংকট তৈরি হওয়ার সম্ভাবনা নেই।
এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমেদ বলেন, আমাদের চাহিদার চেয়ে মজুদ বেশি আছে। ফলে রমজানে দাম বাড়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, এবার ব্যবসায়ীরা ভোজ্য পণ্যের দাম স্থিতিশীল রাখলে পুরস্কার দেওয়া হবে।
সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুল হক সরকার বলেন, এখন পর্যন্ত ১ লাখ ৬৩ হাজার টন পণ্য মজুদ আছে। আগামী দেড় মাসে আরো এক লাখ টন আসবে। এছাড়া আদা, ময়দা, চিনি, তেলের সরবরাহ দেড়গুন আছে।
এ সময় সাংসদ হাজি সেলিম, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বাণিজ্যসচিব হেদায়তুল্লা আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই